ন্যায়।

সুনীতি-নিপুণ জন করুক নিন্দন,
অথবা, করুক স্তব মানস মোহন,
হউক সর্ব্বস্বনাশ, স্ব-গণ-নিধন,
কিংবা ধন-জনতায় পূরুক ভুবন,
অদ্যই হউক মৃত্যু অতি ভয়ঙ্কর,
অথবা, ঘটুক তাহা যুগ-যুগান্তর,
তথাপি, হে শিশু, যাঁর সুধীর-হৃদয়,
ন্যায্য পথ ত্যাজ্য তাঁর কভু নাহি হয়।

বরঞ্চ সুতুঙ্গ-শৃঙ্গ হতে মহীতলে
পতিত এ দেহ হৌক শতধা উপলে,
অথবা, দশন-বিষ ফণীর বদনে
হউক দেহের পাত, কিংবা হুতাশনে,
তথাপি, হে শিশু, যাঁর সুধীর হৃদয়
ন্যায্য পথ ত্যাজ্য তাঁর কভু নাহি হয়।

সমুদিত যদি ভানু পশ্চিম গগনে,
অথবা দ্বাদশ দেহে দহে এ ভুবনে,
সন্তরণে তরে যদি মহোদধি নরে,
হিমালয় ঘোরতর যদি তাপ ধরে,
তথাপি হে শিশু! যাঁর সুধীর হৃদয়,
ন্যায্যপথ ত্যাজ্য তাঁর কভু নাহি হয়।