হিতদীপ/যাহাকে যেরূপ উপদেশ দান কর্ত্তব্য

যাহাকে যেরূপ উপদেশ দান কর্ত্তব্য।

যেই উপদেশে নাই যার অধিকার
কদাচ তাহায় তাহা না দেয় সুজন,
আমিষ পোষক বলি বাসনা কাহার
স্তনন্ধয়ে দিতে, বল সেই সুভোজন?

উচ্চতর উপদেশ অশিক্ষিত জনে
দানিলে বিষম ফল হইবে নিশ্চয়,
যেমতি প্রখর তেজ ভেষজ-সেবনে
বলাধান দূরে থাক্‌; জীবন-সংশয়।


শিক্ষিতে প্রদান কিন্তু উচ্চ উপদেশ
সতত উচিত হয়, সামান্য বিফল—
বলিষ্ঠ যুবারে দিলে সুখাদ্যের লেশ
সবল শরীর তার হইবে বিকল।

তাই বলি শিশুগণ! যখন যেমন
মনের উন্নতি তথা লহ উপদেশ
অনল-জ্বালনে বটে তৃণ প্রয়োজন
রাখিতে কি পারে তায় দারু বিনা শেষ?