পরিবর্ত্তন।

যে পুরী মনুজ-গজ-বাজি-রাজিময়
আনন্দ-সাগর যথা সদা বিরাজয়
তথায় কুরঙ্গ-সিংহ ভীষণ মহিষ
অসম্ভব নহে ইহা রবে অহর্নিশ।
যে নদী ভীষণবেগে নাশিয়া দু কুল
পণ্যময়-পোতবাহে করিছে আকুল,
সেই স্রোতস্বতী-গতি ক্রমে মৃদু হবে
পরে তার নাম লোপ হইবে এ ভবে।
যে জন কটাক্ষে আজি হেরে না অপরে,
নিধন-কারণ-ধন-অভিমানে মরে,

হয় ত সে ধনী হবে লালায়িত পরে
স্বোদর-পূরণ হেতু মুষ্টিভিক্ষা তরে।
গর্ব্বিত মানবগণ মান-নাশ-ডরে
অহঙ্কারে আজি যারে পরশে না করে
হয় ত দুদিন পরে তাহার চরণ
করিবে বিষম দুখে শিরো-বিভূষণ।
হেনরূপ নানারূপ যথায় তথায়,
ভাবান্তর নিরন্তর হতেছে ধরায়
তাই বলি চির-দিন এক ভাবময়
জানিবে নিশ্চয়, শিশু! কখনো না হয়।