বিনয়।

কুসুম সৌরভ-হীন বিফল যেমন,
জ্ঞানধন বিনা যথা বিফল জীবন,
বসন বিহনে যথা ভূষণ বিফল,
তেমতি বিনয় বিনা সুগুণ-সকল।
দিনমণি বিনা যথা না শোভে ভুবন,
মধুরতা বিনা বাণী শোভে না যেমন,
আস্তিকতা বিনা যথা তপোময় ফল,
তেমতি বিনয় বিনা সুগুণ সকল।

রিপুজয় বিনা যথা বিভু-আরাধনা,
সবল শরীর বিনা ভোগের বাসনা,
হইবে নিখিল গুণ বিফল তেমন,
যাবত না পাবে শিশু বিনয়-রতন।