হিন্দু মহিলাগণের হীনাবস্থা/ব্রাহ্মণদিগের বিষয়
ব্রাহ্মণদিগের বিষয়।
আমাদিগের দেশে চারি প্রকার ব্রাহ্মণ বাস করেন, যথা পাশ্চাত্য বৈদিক, দাক্ষিণাত্য বৈদিক, রাঢ়ীয়শ্রেণী ও বারেন্দ্র। তন্মধ্যে দাক্ষিণাত্য বৈদিক মহাশয়দিগের আচার, ব্যবহারাদি লিখিত হইতেছে।
বৈদিক মহাশয়েরা আপনাদিগের সন্তান সন্ততি জন্মাইবামাত্রেই সেই সদ্যঃ প্রসূত পুত্র কন্যাগণের বাগদানাদি ক্রিয়া সম্পন্ন করিয়া থাকেন এবং তাহাদিগের উভয়ের বয়স যখন নবম বা দশম বংসর হয় তখন তাহাদিগের বিবাহ দেন, কিন্তু ইহার মধ্যে যদ্যপি উহাদিগের একের মৃত্যু হয় তবে সেই বাগদান জনিত দোষে জীবন্ত পুত্র কন্যাগণকে দুষিত হইতে হয়, এবং ঐ ঘটনা প্রযুক্ত তাহাদিগের জনক জননী ও ভ্রাতা ভগিনী প্রভৃতি পরিজন বর্গের যে কত পরিমাণে দুঃখ উপস্থিত হয়, এবং ঐ পুত্র কন্যাগণকে লইয়া তাঁহাদিগকে কতই যন্ত্রণা ভোগ করিতে হয় তাহা বলিবার নহে। তাহাদিগের বিবাহ হওয়া ভার হইয়া উঠে, সুতরাং পিতা মাতাগণ অতি ব্যস্ত সমস্ত হইয়া হীন বংশীয়দিগের সহিত ঐ পুত্র কন্যাগণের উদ্বাহ কার্য্য নির্ব্বাহ করেন। হায়! পূর্ব্বে ইঁহারা যাহাদিগকে অতি ঘৃণিত ও অস্পৃশ্য বোধে অতিশয় অবজ্ঞা করিতেন, এক্ষণে বিধি বৈগুণ্য বশতঃ আবার সেই ঘৃণিতদিগকেই পরম পূজ্য জ্ঞানে গ্রহণ করিতে হইল। আহা! ইহাঁদিগের বিবাহ বিষয়ক এই গর্হিত নিয়ম যদি প্রচলিত না থাকিত তাহা হইলে ইহাঁদিগকে আর এতাদৃশ যন্ত্রণা ভোগ করিতে হইত না।