আখ্যানমঞ্জরী (দ্বিতীয় ভাগ)/সৌজন্য ও শিষ্টাচারের ফল
সৌজন্য ও শিষ্টাচারের ফল
মাসিডোনিযার অধীশ্বর ফিলিপ্ অতি পরাক্রান্ত রাজা ছিলেন। আর্গাইলনিবাসী আর্কেডিয়স নামে এক ব্যক্তি সর্ব্বদা তাঁহার অতিশয় নিন্দা করিত। একদা আর্কেডিয়স্ ঘটনাক্রমে, ফিলিপের অধিকারে প্রবেশ করাতে, রাজপুরুষেরা, তাহাকে নিরুদ্ধ করিয়া, রাজ সমীপে উপস্থিত করিলেন, এবং বলিলেন, মহারাজ, এই দুবাত্মা, সতত, আপনকার কুৎসাকীর্ত্তন করে, এক্ষণে ঘটনাক্রমে আমাদের হস্তগত হইযাছে। আমাদের প্রার্থনা এই, এ গুরুতর অপরাধ করিযাছে, তাহার সমুচিত দণ্ডবিধান করুন, এবং, অতপর, যাহাতে আর আপনকাব নিন্দা করিতে না পারে, তাহারাও যথোপযুক্ত উপায়বিধান করুন।
রাজপুরুষদিগের প্রার্থনা ও উপদেশ শুনিয়া, ফিলিপ্ বলিলেন, তোমরা যে উপদেশ দিতেছ, তদনুযায়ী কার্য কবা, সর্ব্বতোভাবে উচিত ও আবশ্যক। এই রাজবাক্য শুনিয়া, সন্নিহিত ব্যক্তি মাত্রেই মনে কবিয়াছিলেন, রাজাজ। তাহারে কারাগাবে রুদ্ধ করিবেন, এবং অবশেষে, তাহার প্রাণদণ্ডের আদেশ দিবেন। কিন্তু, তিনি তাহাকে নিকটে আনাইয়া, যথেষ্ট সমাদরপূর্ব্বক, আপন সম্মুখে বসাইলেন, এবং তাহার নিজের ও পবিবারবর্গের কুশল জিজ্ঞাসা করিয়া, বন্ধুভাবে কিয়ৎক্ষণ, কথোপকথন করিলেন। এইরূপে, যথোচিত শিষ্টাচার ও শিষ্টালাপের পর, বহুমূল্য উপহাব দিয়া, তিনি তাহাকে বিদায় দিলেন।
আর্কেডিয়স্ ভাবিয়াছিলেন, ফিলিপ্ তাঁহার প্রথমতঃ যথোচিত শান্তি ও অবশেষে প্রাণদণ্ড করিবেন, কিন্তু তাঁহার ব্যবহার দেখিয়া, মোহিত ও চমৎকৃত হইয়া, আন্তরিক ভক্তিসহকারে তাঁহার প্রশংসাকীর্ত্তন করিতে করিতে প্রস্থান করিলেন। সন্নিহিত রাজপুরুষেরা বলিলেন, মহারাজ, ওরূপ দুরাচারের সহিত, এরূপ ব্যবহার করা, আমাদের বিবেচনায় ভাল হয় নাই, ইহাতে উহার আরও আস্পর্ধা বাড়িবে, এবং মনে করিবে, আপনি উহার তোষামোদ করিলেন। ফিলিপ্ শুনিয়া, ঈষৎ হাস্য করিয়া, মৌনাবলম্বন করিয়া রহিলেন।
কিছু দিন পরে, চারিদিক হইতে, সংবাদ আসিতে লাগিল, আর্কেডিয়স্, এত কাল, রাজার বিষম শত্রু ছিল, এক্ষণে, তাঁহার, যার পর নাই, হিতৈষী হইযাছে। সর্ব্বত্র, সর্ব্ববিধ লোকের নিকট, সে রাজার গুণানুবাদ ও প্রশংসাকীর্ত্তন করে, এবং আন্তরিক ভক্তি সহকারে, রাজার উল্লেখ কবিয়া, মুক্ত কণ্ঠে বলিতে থাকে, মাসিড়নের অধীশ্বর ফিলিপেৰ তুল্য অমাযিক, নিরহঙ্কার, উন্নতচিত্ত, উদারচরিত পুরুষ, কস্মিন্ কালেও, কাহারও নয়নগোচর হইযাছে, আমার এরূপ বোধ হয় না। আমি যে, সবিশেষ না জানিয়া, এত কাল, তাঁহাব কুৎসাকীর্ত্তন করিয়াছিলাম, তাহা নিতান্ত নির্ব্বোধ ও যার পর নাই অভদ্রের কার্য্য হইয়াছে। এই সকল কথা শুনিয়া ফিলিপ্ পার্শ্ববর্ত্তী রাজপুরুষবর্গের দিকে দৃষ্টিসঞ্চারণ পূর্বক, সহাস্য বদনে বলিলেন, এখন বল দেখি, আমি তোমাদের অপেক্ষা, নিপুণতর চিকিৎসক কি না?