উইকিসংকলন:গ্ল্যাম/ব্রিটিশ লাইব্রেরি - ভারতীয় মুদ্রণের দুই শতক
ভূমিকা
ব্রিটিশ লাইব্রেরির ভারতীয় মুদ্রণের দুই শতক প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল একযোগে বাংলা উইকিসংকলনে একটী গ্ল্যাম প্রকল্প সংগঠিত করেছে। ভারতীয় মুদ্রণের দুই শতক প্রকল্পের অন্তর্গত পাবলিক ডোমেইন বাংলা বইগুলিকে উইকিসংকলনে ইউনিকোডে রূপান্তর ও মুদ্রণ সংশোধন করা হল এই সহযোগিতা কার্যক্রমের উদ্দেশ্য। সকলকে এই গ্ল্যাম প্রকল্পে অবদান রাখা ও মুক্ত জ্ঞান বিতরণ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে!
এই গ্ল্যাম প্রকল্প পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল ও ব্রিটিশ লাইব্রেরি - এই সংগঠনগুলির মধ্যে যৌথ সহযোগিতায় তৈরি হয়েছে।
এই গ্ল্যাম প্রকল্প পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল ও ব্রিটিশ লাইব্রেরি - এই সংগঠনগুলির মধ্যে যৌথ সহযোগিতায় তৈরি হয়েছে।
কিভাবে সাহায্য করবেন?
- উইকিপিডিয়ায়:
- এই প্রকল্প সংক্রান্ত নিবন্ধ তৈরি বা সমৃদ্ধ করুন,
- ব্রিটিশ লাইব্রেরি - ভারতীয় মুদ্রণের দুই শতক গ্ল্যাম প্রকল্পে যে ছবি আপলোড হয়েছে তা উপযুক্ত নিবন্ধে যোগ করুন
- উইকিমিডিয়া কমন্সে:
- এই প্রকল্পে যে ফাইল আপলোড হয়েছে তার সঠিক বিষয়শ্রেণীকরণ করুন
- উইকিসংকলনে:
- এই প্রকল্পে যে বইপত্র আপলোড হয়েছে তার মুদ্রণ সংশোধন করুন
- মুদ্রণ সংশোধন হয়েছে এমন বইপত্রের বৈধকরণ করুন
- উইকিউপাত্তে:
- এই প্রকল্প সংক্রান্ত তথ্যের উপাত্ত তৈরি ও সমৃদ্ধ করুন
প্রগতি
- ইংরেজি ভাষার ব্যাকরণ - জে. ডি. পিয়ার্সন.pdf [৩৯০টি পাতা]
- ঢাকার বিবরণ - কেদারনাথ মজুমদার.pdf [২৭৪টি পাতা]
- বাঙ্গলা ব্যাকরণ - লোহারাম শিরোরত্ন.pdf [২৪৬টি পাতা]
- চৈনিক ঋষি সি - লক্ষ্মীপ্রসাদ চৌধুরী.pdf [২৪০টি পাতা]
- বেল্লিক রামায়ণ - কালীপ্রসন্ন বিদ্যারত্ন.pdf [২৩০টি পাতা]
- বত্রিশ সিংহাসন - নীলমণি বসাক.pdf [২১৭টি পাতা]
- দ্বিতীয় চরিতাষ্টক - কালীময় ঘটক.pdf [২১৬টি পাতা]
- বৌ-ঠাকুরাণীর হাট - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf [২১২টি পাতা]
- মৃণালিনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.pdf [১৯৮টি পাতা]
- গল্পের বই - সুখলতা রাও.pdf [১৯০টি পাতা]
- ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf [১৮২টি পাতা]
- কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf [১৭৬টি পাতা]
- বাহুলীন তত্ত্ব - কালীপদ মুখোপাধ্যায়.pdf [১৭৪টি পাতা]
- ভূগোল বৃত্তান্ত - উইলিয়াম হপকিন্স পিয়ার্স.pdf [১৭২টি পাতা]
- কপালকুণ্ডলা (দ্বিতীয় সংস্করণ).pdf [১৭০টি পাতা]
- বিধবা বেদন নিষেধক - রামধন তর্কপঞ্চানন.pdf [১৭০টি পাতা]
- নীল-দর্পণ নাটক - দীনবন্ধু মিত্র.pdf [১৬৭টি পাতা]
- আমার কথা (প্রথম খণ্ড) - বিনোদিনী দাসী.pdf [১৬০টি পাতা]
- নেপালে বঙ্গনারী - হেমলতা দেবী.pdf [১৫৮টি পাতা]
- মেয়েলি ব্রত ও কথা - পরমেশপ্রসন্ন রায় (১৯০৮).pdf [১২৬টি পাতা]
- রাজাবলি - শ্যামধন মুখোপাধ্যায়.pdf [১২৪টি পাতা]
- দেবী রাবিয়া - রাহাতুন্নেছা খাতুন.pdf [১১৪টি পাতা]
- হেক্টর বধ - মাইকেল মধুসূদন দত্ত.pdf [১১২টি পাতা]
- কথা - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf [১১০টি পাতা]
- ভারত শিল্প - অবনীন্দ্রনাথ ঠাকুর.pdf [১০৮টি পাতা]
- ম্যালেরিয়া - দয়ালকৃষ্ণ ঘোষ.pdf [১০৬টি পাতা]
- শকুন্তলা - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮৭৫).pdf [১০৬টি পাতা]
- নারী-চরিত - সৌদামিনী সিংহ.pdf [১০২টি পাতা]
- বাঙ্গ্লার বেগম - ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়.pdf [১০০টি পাতা]
- হাস্য-কৌতুক - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf [৯৮টি পাতা]
- এপিক্টেটসের উপদেশ - জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর.pdf [৯২টি পাতা]
- কথামালা - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮৭৭).pdf [৯১টি পাতা]
- হার্মনিয়ম্-সূত্র - শৌরীন্দ্রমোহন ঠাকুর.pdf [৮৭টি পাতা]
- মিবার-গৌরব-কথা - হেমলতা দেবী.pdf [৮৬টি পাতা]
- বঙ্গ ভাষার ব্যাকরণ - জেমস কীথ.pdf [৮৪টি পাতা]
- পারসী শিক্ষা - নওয়াবউদ্দিন আহমদ.pdf [৮১টি পাতা]
- ঝাঁশির রাণী - জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর.pdf [৮০টি পাতা]
- মেরী কার্পেন্টার - কুমুদিনী মিত্র.pdf [৭৮টি পাতা]
- মহাভারতীয় বৃহৎ ভীষ্মপর্ব্ব - কাশীরাম দাস.pdf [৭৭টি পাতা]
- এনক আর্ডেন - দুর্গাদাস লাহিড়ী.pdf [৭৬টি পাতা]
- সচিত্র রেল অবতার - অনাথবন্ধু সেন.pdf [৭৪টি পাতা]
- দেলারামের পুঁথি - মুন্সি গরিবউল্লা.pdf [৭০টি পাতা]
- মানসিংহ - ভারতচন্দ্র রায়.pdf [৫৯টি পাতা]
- বেশ্যা গাইড - গিরিশচন্দ্র মুখোপাধ্যায়.pdf [৫৮টি পাতা]
- টম্ খুড়ো - তারিণীচরণ চক্রবর্তী.pdf [৫৭টি পাতা]
- মহাভারতীয় স্বপ্নপর্ব্ব - কাশীরাম দাস.pdf [৫০টি পাতা]
- প্রবাদ মালা - কে. কে. জি. সরকার.pdf [৪৯টি পাতা]
- ইন্দিরা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৩).pdf [৪৭টি পাতা]
- ব্যাকরণ চন্দ্রিকা - মথুরানাথ তর্করত্ন.pdf [৪৪টি পাতা]
- রসমঞ্জরী - ভারতচন্দ্র রায় (১৮৫৩).pdf [৪১টি পাতা]
- কাফ্রি দাসের বৃত্তান্ত - লী রিচমণ্ড.pdf [৩৮টি পাতা]
- সোমলতা নাটক - শরৎচন্দ্র রায়.pdf [৩০টি পাতা]
- চাণক্যশ্লোক.pdf [২৮টি পাতা]
- ধারাপাত - নীলমণি মুখোপাধ্যায়.pdf [২৬টি পাতা]
- চতুরঙ্গ - হরিলাল সরকার.pdf [২৫টি পাতা]
- বাঙ্গালা শিল্প কর্ম্মের বহি - এ. এইচ. থমাস.pdf [২৫টি পাতা]
- সোনাভানের পুথি - অধীন ফকির.pdf [২৪টি পাতা]
- নেশাখুরি কি ঝক্মারি - মহেশচন্দ্র দাস দে.pdf [২৪টি পাতা]
- পূর্ণসখের ক্ষুণ্ণভাগ - তারিণীচরণ মদ্ধন্নি.pdf [১৯টি পাতা]
- ওঠ্ ছুঁড়ী তোর বিয়ে - হরিমোহন কর্মকার.pdf [১৬টি পাতা]
- কার্ত্তিকে ঝড়ের পাঁচালি - ঈশ্বরচন্দ্র সরকার.pdf [১৬টি পাতা]
- বাঘের ঘরে ঘোগের বাসা - মহেশচন্দ্র দাস দে.pdf [১৬টি পাতা]
- কলির বৌ ঘরভাঙ্গনী - হরিহর নন্দী.pdf [১৪টি পাতা]
সময়ক্রম
- ১৬ ডিসেম্বর, ২০১৯ - ব্রিটিশ লাইব্রেরির ভারতীয় মুদ্রণের দুই শতক আধিকারিকদের সঙ্গে সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির অ্যাক্সেস টু নলেজ প্রকল্পের আধিকারিকদের মধ্যে প্রাথমিক কথাবার্তা
- ৩ সেপ্টেম্বর, ২০২০ - বই আপলোড সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম নিয়ে আলোচনার সূত্রপাত
- ২৯ সেপ্টেম্বর, ২০২০ - প্রথম বই আপলোড
- ৮ অক্টোবর, ২০২০ - এই প্রকল্পে আপলোডকৃত বই নিয়ে মুদ্রণ সংশোধন প্রতিযোগিতার আলোচনার সূত্রপাত
- ২০ জানুয়ারি, ২০২১ - ব্রিটিশ লাইব্রেরির ভারতীয় মুদ্রণের দুই শতকের আধিকারিকদের সঙ্গে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের স্বেচ্ছাসেবকদের মধ্যে মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা সংক্রান্ত আলোচনা
- ১৫ মার্চ, ২০২১ - ভারতীয় মুদ্রণের দুই শতকের আধিকারিকদের তরফ থেকে মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা সংক্রান্ত ব্লগ এবং টুইট প্রকাশ
- ১৫ মার্চ, ২০২১ - প্রথম মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু
- ১৪ এপ্রিল, ২০২১ - প্রথম মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শেষ
- ২৭ এপ্রিল, ২০২১ - প্রতিযোগিতার বিজয়ীদের জন্য ই-সার্টিফিকেট ও টি-শার্ট ডিজাইন সম্পন্ন
- ২৯ এপ্রিল, ২০২১ - প্রতিযোগিতার বিজয়ীদের ব্রিটিশ লাইব্রেরির পক্ষ থেকে ই-সার্টিফিকেট প্রদান এবং পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের পক্ষ থেকে টি-শার্ট, কফি মগ, বই ইত্যাদি পুরস্কার পাঠানো সম্পন্ন
- ১২ মে, ২০২১ - এপ্রিল মাসের গ্ল্যাম নিউজলেটারে প্রথম মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা সম্বন্ধে প্রকাশ
- ১০ জুন, ২০২১ - মে মাসের গ্ল্যাম নিউজলেটারে এই যৌথ সহযোগিতা সম্বন্ধে প্রকাশ
- ১১ আগস্ট, ২০২১ - জুলাই মাসের গ্ল্যাম নিউজলেটারে রবিমাস প্রতিযোগিতায় ভারতীয় মুদ্রণের দুই শতক প্রকল্প হতে রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি বই অন্তর্ভুক্তি সম্বন্ধে প্রকাশ
- ১ সেপ্টেম্বর, ২০২১ - দ্বিতীয় মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু
- ১২ সেপ্টেম্বর, ২০২১ - আগস্ট মাসের গ্ল্যাম নিউজলেটারে দ্বিতীয় মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হওয়া সম্বন্ধে প্রকাশ
- ৩০ নভেম্বর, ২০২১ - দ্বিতীয় মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শেষ
- ৯ ডিসেম্বর, ২০২১ - নভেম্বর মাসের গ্ল্যাম নিউজলেটারে দ্বিতীয় মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শেষ হওয়া সম্বন্ধে প্রকাশ
- ২৮ ফেব্রুয়ারি, ২০২২ - পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের ২০২১ সালের বার্ষিক কার্যকলাপের রিপোর্টে এই গ্ল্যাম প্রকল্পের প্রথম বছরের কার্যকলাপ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ
চিত্রশালা
- উইকিপিডিয়া
- উইকিমিডিয়া কমন্স
- উইকিউপাত্ত
- উইকিসংকলন
এই গ্ল্যাম প্রকল্প সকলের জন্য উন্মুক্ত, তাই এই বিষয়ে আপনি উৎসুক হলে দয়া করে নীচের তালিকায় আপনি আপনার নাম যোগ করে এই প্রকল্পে বিভিন্নভাবে অবদান রাখতে পারেন।
অংশগ্রহণ করতে ক্লিক করুন
গ্ল্যাম নিউজলেটার পড়ুন: