উইকিসংকলন:শিক্ষাপ্রকল্প
উইকিসংকলন শিক্ষাপ্রকল্পের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠরত ছাত্র-ছাত্রীদের উইকিসংকলন প্রকল্প সম্বন্ধে জ্ঞান ও দক্ষতা বাড়ানো হয়। মূলতঃ এই প্রকল্পের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির আনুষ্ঠানিক সহায়তায় তাদের বিভিন্ন বিভাগের চাহিদা অনুযায়ী পাঠক্রম তৈরি করে ছাত্র-ছাত্রীদের উইকিসংকলনের বিভিন্ন দিক সম্বন্ধে প্রাথমিক ধারণা তৈরি করে হাতে কলমে কাজ শেখানো হয়। এই ধরণের পাঠক্রমে যোগ দিয়ে উইকিসংকলনের নিত্যনৈমিত্তিক কাজকর্ম ছাড়াও উইকিমিডিয়া তথা সারা বিশ্বের মুক্ত জ্ঞান সম্প্রদায় ও তাঁদের আদর্শ সম্বন্ধেও ধারণা তৈরি হয়। কখনো কখনো এই পাঠক্রম স্বতন্ত্রভাবে কয়েক মাস বা এক বছর অব্দি চলে, কখনো বা ডিজিটাল হিউম্যানিটিজ ইত্যাদি বৃহত্তর কোন বিষয়ের অংশ বিশেষ হিসেবে একটি বা দুইটি কর্মশালার মধ্যে সীমিত থাকে। উইকিসংকলন শিক্ষাপ্রকল্প সম্পূর্ণ অবৈতনিক বলে ছাত্র-ছাত্রীদের এই পাঠক্রমের জন্য কোন অর্থ ব্যয় করতে হয় না। সাধারণতঃ পাঠক্রমের শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যৌথভাবে সফল ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
“ভাবুনতো এমন এক পৃথিবীর কথা, যেখানে সমস্ত জ্ঞানে সব মানুষের থাকবে অবাধ প্রবেশাধিকার। আর এটাই আমাদের প্রতিজ্ঞা।”