উইকিসংকলন:শিক্ষাপ্রকল্প/মৌলিক পাঠক্রম
|
|
উইকিসংকলন কী এবং কোন উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে, সেই সংক্রান্ত ধারণা তৈরি করুন। কপিরাইটের নিরিখে উইকিসংকলনে কোন ধরণের ফাইল রাখা হয়, তা জানুন। উইকিসংকলনে মুদ্রণ সংশোধন করার সময় কিভাবে চিত্র আপলোড এবং ব্যবহার করবেন, তা জানুন।
|
অভ্র ফোনেটিক কিবোর্ড ও উইকিসংকলনের বিশেষ বর্ণসমূহের জন্য টুল ব্যবহার করে কম্পিউটারে বাংলা টাইপ করতে শিখুন। উইকিসংকলনে কি ধরণের কোড ব্যবহার করে শৈলী তৈরী করা হয়, তা সম্বন্ধে ধারণা তৈরি করুন।
|
উইকিসংকলনের বিভিন্ন ধরণের নামস্থান সম্বন্ধে প্রাথমিক ধারণা তৈরি করুন। উইকিসংকলনে কি ভাবে গদ্যের বিভিন্ন ধরণের শৈলী তৈরি করা হয়, তা শিখুন। উইকিসংকলনে কি ভাবে কবিতারবিভিন্ন ধরণের শৈলী তৈরি করা হয়, তা শিখুন। |