উপেন্দ্রকিশোর রচনাসমগ্র/কবিতা ও গান/শিশুর কথা
(পৃ. ৭৮৬)
শিশুর কথা
শিশুদের কথা শুন শুন পিতা
করহে করুণা মোদের পরে।
মিলিয়া সকলে তব পদতলে,
নমি করজোড়ে ভকতিভরে।
করি এ মিনতি দেহ শুভমতি,
রাখ চিরদিন তোমার ঘরে।
রাখ দীনজনে অভয় চরণে,
হে ভুবন রাজা, মাগি কাতরে।