উপেন্দ্রকিশোর রচনাসমগ্র/কবিতা ও গান/বেচারা
বেচারা
হতভাগা পাজি বলে কে দিয়েছে কানটি মলে, কে বলেছে মন্দ?
বেচারা গো, গোবেচারা, মুখখানি খাঁচাঘেরা, খাওয়া-দাওয়া বন্ধ!
ভুলে সব খেলাধূলা একা একা সারাবেলা বসে আছে চুপটি।
সাজা পায় বিনাদোষ? তাই এত ফোসফোঁস, কাঁদ-কাঁদ মুখটি?
সাত পাঁচ কি যে ভাবে, অভিমানে ঠোঁট কাঁপে, বুক ফাটে দুঃখে,
দুটি আঁখি ছলছল, ঐ বুঝি ভরা জল ফেটে পড়ে চক্ষে!
কারে দেখে মিছামিছি করেছিলে চেঁচামেচি? কে দিয়েছে শাস্তি?
শাসিয়েছে বুঝি কেউ, “চোপরাও, ঘেউ ঘেউ মৎ কর যাস্তি।”
ও বাড়িতে ছেলেপিলে, সেথা গিয়ে খেলেছিলে কাদা মেখে ঘরদোর?
করে মেলা হুড়াহুড়ি ভেঙেছিলে ঝুড়ি-ঝুড়ি আসবাব পত্তোর?
করেছ বেড়াল তাড়া, ভয়ে তারা লেজ খাড়া, ছুটেছিল বন-বন?
ফের বুঝি খেলা করে মাস্টারের ঠ্যাঙে জোরে কামড়েছিলে প্রাণপণ?
ছুতা পেলে ছুটে বুঝি নোংরা পায়ে সোজাসুজি উঠবে গিয়ে বিছানায়?
এমনি ধারা মিটমিটে দুষ্টু যারা ডানপিটে শাস্তি তাদের মিছে নয়!