উপেন্দ্রকিশোর রচনাসমগ্র/কবিতা ও গান/শিশুর জাগরণ

লুয়া ত্রুটি মডিউল:Header_template এর 348 নং লাইনে: bad argument #1 to 'next' (table expected, got nil)।

শিশুর জাগরণ

আইল নামি বিমল ঊষা
উঠিল আলো খেলি,
তরুর কোলে  পুলকে ফুল
হাসিল আঁখি মেলি।
বহিল ধীরে শীতল বায়,
গাহিল পাখি বনে,
খোকনমণি ঘুমায় ঘরে,
ভাবনা নাহি মনে।
জানালা দিয়ে সোনার আলো
চুমিল তারে আসি,
নয়ন মেলি মায়ের পানে
চাহিল খোকা হাসি।