উপেন্দ্রকিশোর রচনাসমগ্র/কবিতা ও গান/শিশুর জাগরণ
(পৃ. ৭৮৮)
শিশুর জাগরণ
আইল নামি বিমল ঊষা
উঠিল আলো খেলি,
তরুর কোলে পুলকে ফুল
হাসিল আঁখি মেলি।
বহিল ধীরে শীতল বায়,
গাহিল পাখি বনে,
খোকনমণি ঘুমায় ঘরে,
ভাবনা নাহি মনে।
জানালা দিয়ে সোনার আলো
চুমিল তারে আসি,
নয়ন মেলি মায়ের পানে
চাহিল খোকা হাসি।