উপেন্দ্রকিশোর রচনাসমগ্র/মহাভারতের কথা/বৃত্রের কথা

বৃত্রের কথা

 অমর হইয়াও দেবতারা দৈত্যদিগকে সহজে আঁটিতে পারেন নাই। ইহার পরেও তাঁহারা দৈত্যদিগকে দেখিলেই উর্দ্ধশ্বাসে পলায়ন করিতেন, আর, যুদ্ধে ক্রমাগতই তাহাদের নিকট হারিয়া যাইতেন। কালেয় (অর্থাৎ কালের পুত্র) নামক একদল দৈত্য তাঁহাদিগকে এমনি ব্যতিব্যস্ত করিয়াছিল যে, কি বলিব। ইহাদের দলপতি বৃত্রের নাম শুনিলেই তাঁহারা ভয়ে কাঁপিতেন।

 শেষে আর উপায় না দেখিয়া, তাঁহারা সকলে মিলিয়া ব্রহ্মার স্তব করিতে লাগিলেন। তখন ব্রহ্মা বলিলেন—