উপেন্দ্রকিশোর রচনাসমগ্র/মহাভারতের কথা/বেদ
(পৃ. ৫৮১)
বেদ
আয়োদধৌম্যের আর একটি শিষ্য ছিলেন। তাঁহার নাম বেদ। তাঁহাকেও মহর্ষি বিধিমতে ক্লেশ দিয়া পরীক্ষা করিয়াছিলেন। শীতে, গ্রীষ্মে, ক্ষুধায়, তৃষ্ণায় যতরকম কষ্ট হইতে পারে বেদের ভাগ্যে তাহার কোনটারই ত্রুটি হয় নাই। তিনি হাসিমুখে সে-সকল কষ্ট সহিয়া গুরুর সেবা করিতেন, আর মনে মনে বলিতেন, “হে ভগবন্, তোমার দয়ায় যদি আমি বিদ্যালাভ করিতে পারি, আর আমার শিষ্য জোটে, তবে আমি কখনো তাহাদিগকে এমনি করিয়া কষ্ট দিব না।”
বাস্তবিকই বেদের যাহারা শিষ্য হইয়াছিল, তাহাদের মত সুখে খুব কম লোকেই গুরুর ঘরে বাস করিয়াছে। তিনি কখনো তাঁহার শিষ্যদিগকে নিজের সেবা বা অন্য কোন কাজ করিতে বলিতেন না। জনমেজয় ও পৌষ্যের মতন বড় বড় রাজারা তাঁহার শিষ্য হইয়া ছিলেন।