৩৬

আনখ-ভৈরবী বাজে দিশার সন্ধানে
শুনি, পথরেখা
দিয়েছ মিশিয়ে সময়ের আভোগী গমকে
ভোর এল, এই
মীড় বেজে উঠল শিশিরে, স্পন্দনে
একে বলি পরম্পরা
বিধুর দূরত্বে যায় তবু প্রতিবার
ফিরে ফিরে আসে ঐ
কড়ি ও কোমলে। ভোর, তাই এল!