কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/২৩
(পৃ. ১৩০)
২৩
জ্বলে-পুড়ে খাক হচ্ছে শ্মশান-চণ্ডাল, তার
ভূত-ভবিষ্যৎ, সবশেষে
যতটুকু ছাই পাওয়া যাবে, কোনো আর্তি
খোঁজো না সেখানে
কোনো পীড়নের স্মৃতি নেই, ক্লেদ নেই মড়কের
বাসনার পারম্পর্য নেই।
ভাষার নরক থেকে ভেসে আসে ঐ
চণ্ডালের শ্মশান-গীতিকা