কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/২৪

২৪
কথা ফুরিয়েছে। প্রাকৃত সাঁঝের বেলা
মুড়িয়েছে নটেগাছ আর ধানের সুন্দর। ভালো,
এবার তাহলে নাচ হোক বৌ-ঝিয়ের, মাঘ-মণ্ডলের
রাতে এইসব দেখে শুনে ফের শুরু করি ভাষ্য
ব্রত-গাথা দিয়ে। বাগর্থের মন্ত্র শিখে নিই আজ
খাঁ খাঁ মাঠ, শূন্য গোলা, আকাশ-পিদিম থেকে।
ভোর হোক আরো একবার, লাঙলের নতুন ফলকে
বীজ স্পর্শ খোঁজে আজ, খোঁজে ঊষার আভাস!