কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/চিতা
(পৃ. ৬০)
চিতা
অই চিতা প্রখরতা তুলে নিল নখে, তুলে নিল
অসম্ভব ডোরাকাটা
শরীরের শোক, একেক দংশনে তীক্ষ দাঁত শিখে নিল
কত কিছু, থাবা-ব্যবহারে
চিতা ভেঙে দিল বোবা কোলাহল, অন্য চিতাদের
অতশত জানা নেই বলে
অই চিতা নখব্যবহারে হলো মহারাজ, দত্তব্যবহার
শিখে হলো গুরুতর চিতা
রাজসিক থাবা-প্রহরণে অন্য সব চিতা হলো লঘুতর
একক দংশনে তীক্ষ্ণ দাঁত
ভেঙে দিল জয়ধ্বনি, অসম্ভব ডোরাকাটা শরীরের
ঘ্রাণ তুলে নিল জিভে
সারারাত অই চিতা তার প্রখরতা নিয়ে জেগে থাকল