কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/ভূমধ্যবসুধা থেকে
(পৃ. ৫৯)
ভূমধ্যবসুধা থেকে
ভূমধ্যবসুধা থেকে একটু একটু করে জেগে ওঠে
বিকীর্ণ-মন্মথ দিন, কান্তিমান ভূত হেসে-হেসে উঁকিঝুকি দেয়
গোপন কুঠুরি থেকে ঐ সময় ডাকাবুকো পাইকা ও অ্যাণ্টিক
স্পেস ভেঙে হুলুস্থুল ছুটে আসে, গোত্রহীন
তারও সংসার ছিল, কমা-ড্যাশ-হাইফেন ছিল বিরহ-বিধুর
দিনে কোনোদিন
তবু তার দিকে যায় মোহিনীমোহন শব্দ, কবিগান থেকে
তুমুল উত্থান মৈমনসিংহের গ্রামে, বাঁধানো পুকুরঘাটে
নদ্যার চান্দ কোনো এক-মহুয়াকে গাঢ় ভালবেসে নিতান্ত গহীন
গাঙে ডুবে মরেছিল, আমাদের মেয়েছেলে পুকুর চেনে না
শুধু ভূত ইয়ার্কি করে রাত্রিদিন
স্পেস ভাঙে, কমা-ড্যাশ ছত্রাখান হয়ে যায় গ্রামীন
উঠোনে, প্রজ্ঞা থেকে ঞ যায়, রফলা ও রেফ থেকে
এলেবেলে র ছুটে আসে, একটু একটু করে ভূমধ্যবসুধা
থেকে জেগে ওঠে বিকীর্ণমন্মথ দিন