কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/হিমছবি
(পৃ. ৫৯)
হিমছবি
একদিন নিঃশব্দ তুষার-পতনে শান্ত গ্রাম ভেসে গিয়েছিল
ডুবে গিয়েছিল জনপদ, দেবদারুছায়া, শিশুদের ক্রীড়াশৈলখানি
অকাতরে, মুছে গেল
গ্রাম-পথে যত পদচ্ছাপ, মুহ্যমান হিমানি-প্রপাত
ভেঙে দিল শান্ত নেত্রপাত
গ্রামবালিকাটির, সঙ্কেত-নূপুর পড়ে থাকল একাকিনী পোড়ো
মন্দিরের পথে, তুষার-পতনে
মুছে গিয়েছিল জনপদ, প্রিয়তম পদচ্ছাপগুলি, শূন্য মন্দির-অঙ্গনে
পাওয়া গেল নীল উত্তরীয়
একদিন নিঃশব্দ তুষার-পতনে শান্ত গ্রাম ভেসে গিয়েছিল