কিশোর কিশোরী/২
(পৃ. ১১-১২)
(২)
সেই সে প্রথম দেখা, সাঁঝের আঁধারে!
ধূসর গগন-তলে
নব-শ্যাম-দূর্ব্বাদলে,
ক্লান্তদেহে ছুটে গে’নু তোমা দেখিবারে!
সেই সে প্রথম বার দেখিনু তোমারে!
অধরে অমল হাস,
আঁখি-কোণে লাজ-ভাস,
কে ডাকিল? ছুটে গে’নু সাঁঝের আঁধারে।
সে কোন কুসুম সম,
ফুটিলে মরমে মম,
অকস্মাৎ একেবারে প্রাণের মাঝারে!
বর্ণে বর্ণে উজলিলে,
গন্ধে গন্ধে ভরি দিলে,
সকল সোহাগ শূন্য হৃদয়-ভাণ্ডারে!
ওগো ফুল! ওগো মিষ্ট!
আমি ক্লান্ত, আমি ক্লিষ্ট!
কা’র ডাকে ছুটে এ’নু?—দেখিনু তোমারে
সেই সে প্রথম বার সাঁঝের আঁধারে।