কিশোর কিশোরী

 কিশোর কিশোরী

 শ্রীচিত্তরঞ্জন দাশ

প্রকাশক

শ্রীসতীশচন্দ্র মুখোপাধ্যায়
বসুমতী কার্য্যালয়,
১৬৬নং বহুবাজার স্ট্রীট, কলিকাত৷
মুল্য—এক টাকা

প্রচ্ছদপট
কে. ভি. সেন এও ব্রাদাস লিমিটেড
কর্তৃক মুদ্রিত
১৩৩৬

পুস্তকাংশ

আর্ট প্রেসে মুদ্রিত

কিশোর–কিশোরী:

তিনের কথা



কাছে কাছে নাই বা এলে—তফাৎ থেকে বাস্‌ব ভাল;
দুটি প্রাণের আঁধার মাঝে প্রাণে প্রাণে পিদীম্ জ্বাল।
এ পার থেকে গাইব গান—ও পার থেকে শুন্‌বে ব’লে;
মাঝের যত গণ্ডগোল ডুবিয়ে দেব গানের রোলে।

আশার মত চুমোর রাশ পরাণ হ’তে উড়াইব;
গানের সাথে তোমার ওই মুখে চোখে বুলাইব।
পাগল যত পরশ-তৃষা কোমল হয়ে ভাসবে গানে;
ফুলের মত ঢেউয়ে-ঢেউয়ে ভাসিয়ে দেব তোমার পানে।

লাগ্‌বে যখন কোমল ক’রে তরুণ তব প্রাণের পারে;—
আশার মত—ফুলের মত—পরাণ ঘেরা অন্ধকারে,
ভয় পেয়ো না চম্‌কে উঠে, প্রাণের মাঝে চেয়ে থেক;—
ভেসে আসা প্রাণের নিধি প্রাণের-প্রাণে বেঁধে রেখ।

আভাষ

পরিচ্ছেদসমূহ (মূল গ্রন্থে নেই)

সূচীপত্র

 
 

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।