চিত্ত-মুকুর/সুন্দর হইয়ে কেন হইল চপল

সুন্দর হইয়ে কেন হইল চপল।

সুন্দর হইয়ে কেন হইল চপল।
বিদ্যুত মেঘের কোলে, আভাময়ী তনু ঢেলে,
রহিতে পারিত যদি হয়ে অচঞ্চল;
সলিলের ধারা সনে ঝরিয়া পড়িত আলো
কি সুন্দর বেশে তায় সাজিত ভূতলে!


সুন্দর হইয়ে কেন হইল চপল,
ভূতল বিজুলি মম,  ঐ সৌদামিনী সম,
কভু ধীরে, কভু ছোটে, সদত চপল;

ভাবিয়াছি কত দিন  দেখিব নয়ন ভরি
চাহিলে অমনি মরি সরমে চপল।


কে দিল সরম ঢালি তাহার বদনে!
নয়নের দ্যুতি মম,  কে শিখলি লুকাইতে।
এ কুটিল ভাব হায় শিখিল কেমনে!
নবনীত করখানি  যখনি ধরিতে যাই
অমনি ছুটিয়া ধায় আয়ত নয়নে।

8


সুন্দর হইয়ে কেন হইল চপল!
দুইখানি কর ধরি,  সবলে চাপিয়া বুকে
যখনি আদরে তার চুম্বেছি বদন,
ছিন্ন করি আলিঙ্গন,  বসনে বদন মুছি
বিদ্যুতের মত ছুটে করে পলায়ন।


সুন্দর হইয়ে কেন হইল চপল।
যখনি আদর ভারে  ডাকি প্রাণেশ্বরি বলি
বদনে বসনচাপি হাসে খল খল
সে ভাব নিরখি যদি  বদন গম্ভীর করি
অমনি নয়ন প্রান্তে ঝরে অশ্রু জল।


সুন্দর হইয়ে কেন হইল চপল,
নিথর যৌবনাবেশে  অঙ্গে অঙ্গে কত রূপ
উথলি উটিছে,౼౼যেন নির্ঝরের জল!
সে চারু বদনখানি,  সে দুটি বৃহৎ আঁখি
সে দুই বঙ্কিম ভুরু౼౼কুঞ্চিত কুন্তল।


ভেবেছিনু উন্মাদিনী౼౼তাহাও ত নয়।
বিষন্ন বদনে যদি,  হেরি কোন দিন তারে
কাষ্ঠ পুত্তলির মত দাঁড়াইয়া রয়;
আবার হাসিয়া যদি  ধরিতে প্রসারি বহু
বিদ্যুতের মত পুন ছুটিয়া পলায়।


এও কি প্রণয়! তবে হৃদয় আমার!
কি শিখিলে এত দিন  ছাই ভষ্ম গ্রন্থ পড়ি?
অগ্নি কুণ্ডে ফেলে দাও লজিক তোমার।
বালিকার এই প্রেম  বুঝিতে নারিলে হায়!
কথায় কথায় কর সত্য আবিষ্কার।


কিন্তু অচঞ্চল হয়ে চাহি মোর পানে
প্রভাত-নলিনী মত  বিকাশি কোমল তনু
মাজিয়া তরল হাসি ইন্দু-নিভাননে
দাঁড়াতে পারি যদি,  হইত কতই সুখ!
সৃষ্টি ছাড়া প্রেম তার বুঝব কেমনে!

১০


সে রূপ౼౼এরূপ, রস ভাবি একবার
হাসি মাখা সে বদন,  লাজ পূর্ণ এ আনন,
বিস্ফারিত সে নয়ন౼౼এ আনত আঁখি;
নিথর সরসী তাহা,  তীব্র নির্ঝরিনী ইহা,
বন বিহঙ্গিনী ইহা, তাহা পোষ পাখি!

১১


সে সরসী-কুলে বসি দেখিতে দেখিতে
নয়নের তৃষ্ণা মম  শুখাইয়া যায় যদি,
অথবা সরসী যদি নিদাঘে শুকায়,
সে পাখি পিঞ্জরে বসি  গাহিবে একটি গীত।
নিতি নিতি নব গীত পাইবে কোথায়।

১২


পূর্ণিমার চাঁদ তাহা,–এ চল দামিনী
সেরূপ কৌমুদি মত চলিবে শীতল জ্যোতি,
জড় চিত্তে বিমোহিয়া আঁধারে কেবল
জ্বলিয়া নিবিয়া কিন্তু এরূপ ছুটিবে প্রাণে,
কি আঁধারে কি আলোকে সদত উজ্জ্বল।

১৩


সেরূপ—এরূপ—এ প্রভেদ বিস্তর।
পরিবর্ত্ত নাহি চাই, থাক তুমি এই বেশে।
বুঝেছি বুঝেছি আমি প্রণয় তোমার।
কিন্তু পূর্ণ শশী মত, উদিবে নয়নে যবে
তুলিয়া নয়ন মেরে দেখো একবার।

১৪


শিখিব বাসিতে ভাল সুন্দরে চপল,
শিখিব এবার হতে যুড়াতে আশায় মন,
শিখিব মিটাতে সাধ নয়নে কেবল,
চঞ্চল দামিনী লতা, শিখিব বাঁধিতে বুকে।
থেকো তুমি চিরকাল এমনি চপল।