ঝঙ্কার।
একটী তারা।

আঁধার গগনে কত তারা ফোটে—
তার চেয়ে দেখে—
মম প্রাণ পোরে।
থাকি তারা পানে, চেয়ে প্রাণ ভোরে—
বুঝি হাসে তারা মোর রঙ্গ দেখে!
হাস্‌ তারা, আমি চাইনে তোরে—
মম প্রাণ কাঁদে!
হাসি হাসি, বড় ভালবাসি, তাই কাছে আসি,—

নইলে সাধ কিরে—
মোর ঝাঁপ দিতে—
ঐ শিখা পরে?

একটী তারা—
ও যে হৃদয়হারা,
মম সাধের ধন, ও যে হৃদয় ভরা।
কত কথা বলে, ও যে করে মানা—
যবে সাধ করে, মম সাধ ফেলে।