চাতক।[]

ল'য়ে চল মোরে,  ল'য়ে চল মোবে,
শূন্য—মেঘেরি মাঝারে!
তোর তান বড় লেগেছে প্রানেতে;
ল’য়ে চল মোরে  ল’য়ে চল মোবে
শূন্য—মেঘেরি মাঝারে!
গাহিয়ে গাহিয়ে,
স্বরগের সুধা উজাড় করিয়ে—
ওই স্থানে মোরে,
যথা প্রাণ তব;–
দেব-দূতী হয়ে,
পথ দেখাইয়ে,
চললো সঙ্গিনী,
মোরে সাথে লয়ে,
সেই খানে যথা উধাও হয়েছে!

গহন-কাননে ভ্রমেছি আমি যে,
হস্ত, পদ, প্রাণ, বিবশ হয়েছে;
স্বরগের পরী হ’তেম যদি হায়—

এখনি পাখাভরে উড়িয়া যেতাম,
যথায় পরাণ তব সদাই নাচিছে!
কি জানি কি শুনি যেন,
উন্মাদ-সঙ্গীত হেন সকলি তোমাতে;
—ল’য়ে চল মোরে,  ল’য়ে চল মোরে,
শূন্য-শূন্য-অগম-শূন্যেতে,
বিরামের স্থান যথা আকাশের মাঝে!
মাতোয়ার প্রভাতের পারা
যথায় হে তুমি হাসিছ খেলিছ,
বহিছে সুধার ধারা!
আছে তব নীড়,  হে চাতক ধীর,
ভালবাস, থেলা কর যথা।
পিয়াসী চাতক, নহে তুমি পৃথিবী সমান,
গান গাও সদা,—পাগল পরাণ;
—নহে তবু আমার(ও) সমান।

আনন্দ-আনন্দ প্রাণ তোমাতে আমার,
এস গাই দুজনে মিলিয়ে;
পর্ব্বত পাষাণ নদ নির্ঝরের মত
এস দিই প্রাণটী ঢালিয়ে।
আহ্লাদ সোহাগ এবে সকলি মোদের,
বহে যাগ আনন্তের ধারা,

শুনি প্রাণভোরে আমি, ভাইটির মত,
ছেড়ে যাক জীবনের কারা।


  1. In imitation of Wordsworth's “Sky-lark".