মনিহারা

রক্ত আলো মিলিয়ে গেল ইতস্ততঃ ক’রে,
মৌন চাঁদের সুষমাতে রাত্রি ওঠে ভ’রে!
জান্‌লা খুলে বাদ্‌লা হাওয়া নিই গো মাথা পেতে,
কালো চুলের লহর দোলে জ্যোৎস্না-তরঙ্গেতে!
নিশার বায়ু নীল পদ্মের গোপন কথা বলে,
টুপ্‌ টুপিয়ে শিশির পড়ে স্তব্ধ ঝাউয়ের তলে।

ইচ্ছা করে—বাজাই বীণা;—শুবে কে তা’ আর?
মৃতের জগৎ জাগায় এমন শক্তি আছে কার?
এম্‌নি করে স্বপ্ন মিলায় উড়ো পাখীর সাথে!
মনের মাঝে হারামণি পাই গো গভীর রাতে!

মেং-হৌ-জান্।