তীর্থরেণু/সাধু
সাধু
অন্তর নিরমল, বচন রসাল,
থাক আর নাই থাক তুলসীর মাল;
সংযম-নিয়মিত বিমল চরিত চিত,
থাক আর নাই থাক শিরে জটাজাল;
কামনা কামের ফাঁস যে জন করেছে নাশ,
ছাই মাখা হ’ক কিবা না হ’ক কপাল;
অন্ধ যে পরধনে, বধির যে কুবচনে,
তুকা জানে সেই সাধু বাকী জঞ্জাল।
তুকারাম।