উন্মনা।
মাগো, আমার মন বসে না কাট্না নিয়ে থাক্তে ঘরে; মন আই ঢাই স্বস্তি না পাই, বুকের ভিতর কেমন করে। কাল্কে যা’রে দেখেছিলাম তারেই নয়ন খুঁজে মরে; এক্টি বারের চোখের দেখায় পরাণ কি গো এমনি করে!