তীর্থ-সলিল/প্রেমের বেদনা

প্রেমের বেদনা।

আবার ভালবাসা কাঁদায় মোরে,
অমৃত এনেছে সে তিক্তে ভ’রে;
দুখের নিধি মম পরাণ প্রিয়তম,
বেঁধেছে সে আমায় ফুলের ডোরে,—
বেঁধেছে সুচীময় ফুলের ডোরে।

এ কি গো ভালবাসা ঘটালে জ্বালা?
পরালে গলে মোর কেমন মালা?
ছিঁড়িতে নারি তায়, বহিতে প্রাণ যায়,
করিবি কি বা হায় মুগুধা বালা,
দোলায়ে দিল গলে কিসের মালা!

স্যাফো।