তীর্থ-সলিল/ঊষায় ও নিশায়

ঊষায় ও নিশায়।

জাগিনু যখন ঊষা হাসে নাই,
সুধানু ‘সে আজ আসিবে কি?’
চ’লে যায় সাঁঝ, আর আশা নাই,
সে ত’ আসিল না, হায় সখি!
নিশীথ রাত্রে, ক্ষুব্ধ হৃদয়ে,
জাগিয়া লুটাই বিছানায়;
আপন রচন ব্যর্থ স্বপন
দুখ ভারে নুয়ে ডুবে যায়।

হায়েন্।