মারাঠি গান।

বাজিছে নাকাড়া কাড়া, বাজিছে বাঁশী,
বঁধু বিনা জ্বলে বুকে অনল-রাশি;
ফাগুনে সকল নারী সুখে বিহরে,
আমি শুধু দহি সই কুসুম-শরে।
কুহরে কোকিল নব রভস ভরে,
মরম উথুলে মোর মরমে মরে।

সে যদি আসিয়া করে হৃদয়-আলা,
তবে সই নেব তোর কুসুম-মালা;
সে রয়েছে কোন্ দেশে, কে জানে কোথায়,
আমি এ ‘ফাল্গুনী ফুল’ কোথা রাখি, হায়!