একা।

একাকী যদি কাটিল কাল, বাঁচিয়া সুখ নাই;
শোভার নিধি কি হ’বে?—যদি ভাবুক নাহি পাই।
যে দিন দেখা না পাই তব সে দিন হ’ক নাশ,
তোমায় ছেড়ে সুখের আশা মরীচিকার আশ।

ভবভূতি।