পরিবর্ত্তন।
বসন্তের গোলাপের আভা শোভিছে ও কপোলে তোমার, আর ওই হৃদয় ভরিয়া বিরাজিছে শীতের তুষার!
কিন্তু ইহা যাবে উলটিয়া, কার্য্য সাধি’ গেলে বর্ষচয়;— তখন কপোল হবে হিম, সন্তাপিবে বসন্ত হৃদয়!