গোলাপ-গুচ্ছ।

সারাদিন আমি বেঁধেছি গোলাপ
গুচ্ছ করি’,
এবে একে একে দলগুলি তা’র
নিতেছি হরি’;
দিতেছি ছড়ায়ে যে পথে আমার
সে জন যায়,
একবার সেকি চাহিবে না ফিরি’?
চা’বে না? হায়!
তবে পড়ে থাক্,— তবে পড়ে থাক্,—
মরিয়া যা’বে?
আমি ভেবেছিনু নয়নে তাহার
পড়িয়া যা’বে।

হায়, কতকাল করিয়াছি শ্রম
সাধিতে হাত,
ফিরাতে কঠিন আঙুল বীণায়
দিবস রাত;
আজিকে আমার গাহিতে যতন
জানি যে গান,
সে কি শুনিবে না? হায় গো সেজন
দিবে না কান?

যাক্ ছিঁড়ে তার, গান থেমে যাক্
হৃদয় তলে;
আহা যদি আজ সেজন আমায়
গাহিতে বলে!

সারাটি জীবন শিখেছি শুধুই
বাসিতে ভাল,
এবার ভেবেছি সাধিয়া দেখিব
জ্বলে কি আলো;
মরম-কাহিনী শোনা’ব সে জনে,
শুনিবে সে কি?
দিবে সে কি মোরে স্বরগের সুখ?
ভালই, দেখি।
যে খুসী হারাক্ আমি ত’ বলি গো
এমনি ধারা,—
স্বর্গ যা’দের করতলে আসে
ধন্য তারা!
রবার্ট ব্রাউনিং।