চুম্বন।

প্রথমেতে কীটের চুম্বন!
চুম’ মোরে,—যেন তুমি পার না বুঝিতে
কোনো মতে,—কোন্ ভাবে আজি রজনীতে,—
ফুল যা’রে বল তুমি,—এ মোর আনন—
শতদল—গুটায়েছে পাপ্‌ড়িগুলি তা’র;
চুম্বন-পরশ দাও সর্ব্বত্র তাহার!
ফুটিব পরশ চিনি’ অমনি তখন!
ভ্রমরের চুম্বন এবার!
চুম’ মোরে,—যেন তুমি পশেছ অন্তরে
হর্ষভরে,—একদিন দিবা দ্বিপ্রহরে;
উড়াতে না পারে হায় সে দাবী ত’ আর
মুকুল সাহস ক’রে;—সব পর হাত;
তাই শেষে, শ্লথ-দল পুষ্প সম, নাথ!
এ ফুলে পাড়াই ঘুম বাহুতে তোমার!

রবার্ট্ ব্রাউনিং।