তীর্থ-সলিল/সাকীর প্রতি
সাকীর প্রতি।
এস সাকী! দেহ পাত্র ভরিয়া
রঙ্গিল মদিরায়;
আর কারো হাতে এমন করিয়া
পাত্র কি লওয়া যায়?
সে রস ধরে না আঙুরের ফল,—
নাহি সে মর্ত্ত্য-লোকে,
সে যে রাঙিয়াছে তোমারি কপোল,
উজ্জ্বল করেছে চোখে।
আব্দল্ সালম্ বিন্ রাগোয়ান্।