তীর্থ-সলিল/জাতীয় সঙ্গীত (রুষিয়া)

জাতীয় সঙ্গীত।

(রুষিয়া)

সকল ভয়ের ভয় তুমি প্রভু! তোমারে নমস্কার;
বজ্র তোমার রণ-দুন্দুভি, বিদ্যুৎ তরবার!
তোমার রাজ্যে করুণা তোমার হউক মূর্ত্তিমান,
শান্তির ধারা বর্ষণ কর কালে কালে ভগবান।
হে কৃপা-নিধান! তোমার বিধান জগৎ ভুলিছে হায়,
তোমার নিদেশ ঠেলিছে মানুষ প্রত্যহ পায় পায়;

তোমার রাজ্যে করুণা তোমার হউক মুর্ত্তিমান্,
শান্তির ধারা বর্ষণ কর কালে কালে ভগবান্!

হে কৃপানিধান! তোমার বিধান জগৎ ভুলিছে হায়,
তোমার নিদেশ ঠেলিছে মানুষ প্রত্যহ পায় পায়।
রুদ্র তোমার ক্রোধ জেগে উঠে না যেন দহে গো প্রাণ,
শান্তির ধারা শিরে আমাদের বরিষ হে ভগবান্!

প্রতিশোধ তুমি শোধন করিছ, বল তব বৈভব,
অজ্ঞাতে কর বিচার সবার দেখ অলক্ষ্যে সব!
কৃপায় মোদের রক্ষা কর হে বিপদে পরিত্রাণ,
শান্তির ধারা বর্ষণ কর কালে কালে ভগবান্!