তীর্থ-সলিল/দু’দিনের শিশু
দু’দিনের শিশু।
“আমি আজো নামহীন,
বয়স দুইটি দিন।”
—কি ব’লে ডাকিব মোরা তোরে?
“আমি খুসী-টুস্টুসি,
আমার নামটি খুসী।”
—‘খুসী’! তুই খুসী থাক ওরে!
আনন্দ-সুধার পাত্র,
বয়স দু’দিন মাত্র,
‘খুসী’ ব’লে আমি ডাকি তোরে;
তুমি হাস চেয়ে চেয়ে,
আমি কহি গান গেয়ে,—
তোরে ঘিরি’ খুসী যেন ঝরে।
ব্লেক্