তীর্থ-সলিল/মাউরি জাতির ‘ঘুম পাড়ানি’

মাউরি জাতির ‘ঘুম-পাড়ানি’।

(অস্ট্রেলিয়া)

খোকা আমার, খোকা আমার, ‘তুল্‌‌তুল্‌সী’র পাতা!
বেনামূলের গুচ্ছ আমার রাখ্‌রে বুকে মাথা!
মৃগনাভির কৌটা আমার খোকা ঘুম যায়,
গুগূগুলু ধূপধূনার আবেশ খোকার চোখে আয়!