তীর্থ-সলিল/দেবদারু ও বনলতা

দেবদারু ও বনলতা

বর্ষায় বাড়িয়া বনলতা,
উচ্চে উঠে দেবদারু বাহি’;
“কত হ’ল বয়ঃক্রম তব?”
জিজ্ঞাসে তরুর মুখ চাহি’।

তরু কহে “বর্ষ দুই শত,—
মাস ছয় এদিক্ ওদিক্।”
লতা বলে “এতে বৃদ্ধি এই!—
সপ্তাহে যা’ হ’ল মোর ঠিক!”

তরু বলে “বাঁচ আগে শীতের তুষারে,
আয়ু ও বৃদ্ধির কথা হ’বে তার পরে।”

খুশ্‌হাল্।