তীর্থ-সলিল/মৃৎপাত্র ও স্বর্ণপাত্র

মৃৎপাত্র ও স্বর্ণপাত্র।

স্বর্ণপাত্র ভাঙিলেও তা’র সোনা বলি’ সমাদর,
ধননাশে জ্ঞানী জ্ঞানীই থাকেগো অক্ষয় গুণাকর;
মূর্খের যদি হয় ধননাশ—কিবা সে মূল্য তার?—
মাটির পাত্র ভাঙিবা মাত্র হ’য়ে পড়ে ধূলিসার।

পণ্ডিতা অবৈয়ার।