তীর্থ-সলিল/নামকীর্ত্তন

নাম কীর্ত্তন।

আমার প্রভুর নাম কীর্ত্তন কর মন্দিরে তাঁর,
তাঁহারি প্রকাশ আকাশের তলে গাওহে বারম্বার।
তাঁর সে বিশাল কীর্ত্তি-কাহিনী কর সবে কীর্ত্তন,
তাঁহার অপার মহিমার কথা গাও হে অনুক্ষণ;

তুরীতে ভেরীতে বীণা বাঁশরীতে গাও সবে তাঁরি নাম,
কীর্ত্তন-সুখে নৃত্য করিয়া ফির হে অবিশ্রাম!
বাজায়ে মুখর করতাল সবে গাও হে ভরিয়া প্রাণ,
নিশ্বাস নিতে শিখেছ যে জন সেই কর নাম গান।

রাজা দায়ুদ।