চির-শরণ।

আমার রাখাল আপনি দয়াল, আমার ভাবনা কিরে?
তিনি রেখেছেন শ্যামল ক্ষেত্রে শান্ত হ্রদের তীরে;
তিনিই আমার দুর্ব্বল চিতে শক্তি করেন দান,
সুপথে চালান আমায় দয়াল নামের রাখিতে মান;
মরণের ছায়া ঘিরে যদি তবু করিব না কিছু ভয়,
তুমি আছ সাথে সহায়! শরণ! জানি আমি নিশ্চয়।
শত্রু পুরীতে রক্ষা করেছ আমারে দণ্ডধর!
অভিষেক মোরে করি’ আনন্দে ভরেছ এ অন্তর;
এমনি করুণা রহে যেন প্রভু! মোর ‘পরে চিরদিন,
চিরদিন যেন তোমারি ছায়ায় রহিগো ভাবনা হীন।

রাজা দায়ুদ।