তীর্থ-সলিল/নারী বন্দনা (আরব)

নারী-বন্দনা।

(আরব)

বেতসী জিনিয়া নমনীয় তনু,—কিশলয় জিনি’ কচি;
বদন-ইন্দু ঘিরি’ কুন্তল রেখেছে যামিনী রচি’!
কজ্জল-হীন কাজল-নয়ন রেশমী পক্ষ্মে ঘেরা,
কান্ত কোমল ক্লান্ত সে দিঠি সকল দিঠির সেরা;
অধর অরুণ দশন তরুণ প্রবালে মুকুতা পাঁতি,
ক্ষীণ কটি, গুরু উরু নিতম্ব, জোড়া ভুরু প্রাণঘাতী!
এক বৃন্তের দু’টি দাড়িম্ব হৃদি‘পরে হৃদি-লোভা,
লঘু পাণি, লঘু চরণ, আঙুলে হেনার রঙীন শোভা।