ব্যাকুল।

ঘন গরজে, বন গহন,
মেঘে ছাইল সারা গগন,
ব্যাকুলা বালিকা
কেঁদে ফিরে একা
সাগর-তীরে দুখে মগন।

প্রচণ্ড ঢেউ পড়ে আছাড়ি’
ত্রাসে বালিকা উঠে ফুকারি’
একাকী—একাকী,
কেঁদে রাঙা আঁখি,
শ্রান্ত, ব্যথিত, আকুল মন।
শূন্য জগৎ, চূর্ণ হৃদয়,
বাঁচিবার সাধ আর নাহি হায়;
ডেকে নাও নাও,
কোলে ঠাঁই দাও,
অনেক দেখেছে দু’টি নয়ন।
শিলার।