তীর্থ-সলিল/সতী
সতী।
প্রাণের আবেগে এসেছি ছুটিয়া
ছাড়িয়া ঘর;
এসেছি খুঁজিতে অনল-সমাধি
চিতার ‘পর।
অসহ জীবন জীবন যাতনা
সহেনা আর;
মুক্ত করিতে এসেছি, আমার
জীবন ভার।
সেই ত মরণ মধুর—মধুর—
বঁধুর সনে;
পুরিবে কি সাধ? থাকে যদি আহা
বিধির মনে!
এই, এই শেষ;— সকলি দেখেছি,
সানুর তলে
এখনি মিশিবে শরীরে শরীর,
হেম-অনলে।
উচ্চ এ গিরি;— এখনি পড়িব
চিতার মাঝে,
চল প্রিয়তম যাই সুরপুরে
দেবতা-সাজে!
আমি? আমি রব তোমারে ছাড়িয়া
ধরণী মাঝে?
গেছে উৎসব; উৎসব-দীপ
আর কি সাজে?
যুরিপিডিস।