যুগ্মক।

হেয় মানি পারস্যের মহা আড়ম্বর,
 পল্লবিত সোনার মুকুট;
খুঁজিও না,―পাওয়া যায় কোথায় সুন্দর
 বারমাস গোলাপ অফুট।
নবীন রসাল পাতে গাঁথ, সখী, মালা,
 আমাদের সেই সাজে বেশ,―
বসি’ যবে দ্রাক্ষা জটা-ছায়ায় নিরালা
 দ্রব-চুনি সুরা করি শেষ!

হোরেস্।