তীর্থ-সলিল/নিয়তি (২)
নিয়তি।
নিয়তির গতি অপরূপ অতি,
নহে সে ধনের মানের বশ;
খণ্ডিত শির দিগ্বিজয়ীর
শকুনিতে খায় শোণিত রস!
কেহ আজনম না রহে অধম
দীন বলহীন বলিয়া শুধু,
যেই মাছি মরে পরশের ভরে
রাজার পাত্রে পিয়ে সে মধু!
ইমাম সাফাই মহম্মদ বিন্ ইদৃস্।