নটীর পূজা

নটীর পূজা

রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বভারতী গ্রন্থালয়

২, বঙ্কিম চাটুজ্যে স্ট্রীট, কলিকাতা

প্রথম প্রকাশ ১৩৩৩

দ্বিতীয় সংস্করণ পৌষ, ১৩৩৮

পুনর্মুদ্রণ চৈত্র, ১৩৪৯; মাঘ, ১৩৫২

মূল্য বারো আনা

প্রকাশক শ্রীপুলিনবিহারী সেন

বিশ্বভারতী, ৬।৩ দ্বারকানাথ ঠাকুর গলি, কলিকাতা

মুদ্রাকর শ্রীপ্রভাতকুমার মুখোপাধ্যায়

শান্তিনিকেতন প্রেস, শাস্তিনিকেতন, বীরভূম

নাট্যোল্লিখিত পাত্রীগণ

লোকেশ্বরী।৷ রাজমহিষী, মহারাজ বিম্বিসারের পত্নী

মল্লিকা।৷ মহারানী লোকেশ্বরীর সহচরী

বাসবী, নন্দা, রত্নাবলী, অজিতা, ভদ্রা।৷ রাজকুমারীগণ

উৎপলপর্ণা।৷ বৌদ্ধ ভিক্ষুণী

শ্রীমতী।৷ বৌদ্ধধর্মরতা নটী

মালতী।৷ বৌদ্ধধর্মানুরাগিণী পল্লীবালা, শ্রীমতীর সহচরী

রাজকিংকরী ও রক্ষিণীগণ

পরিচ্ছেদসমূহ (মূল গ্রন্থে নেই)

সূচীপত্র

 নটীর পূজা অবদানশতকের একটি কাহিনী অবলম্বনে রচিত। এই কাহিনীটি অবলম্বনে কথা ও কাহিনীর অন্তর্গত পূজারিনী কবিতাটিও রচিত হইয়াছিল।

 ১৩৩৩ সালের ২৫ বৈশাখ সায়ংকালে রবীন্দ্রনাথের জন্মোৎসব উপলক্ষ্যে নটীর পূজা প্রথম অভিনীত হয়—অভিনয়স্থল উত্তরায়ণ, কোণার্ক, শান্তিনিকেতন। শান্তিনিকেতনের নিম্নোল্লিখিত ছাত্রীগণ বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হইয়াছিলেন:

 লোকেশ্বরী॥ শ্রীমালতী সেন

 মল্লিকা॥ শ্রীঅমিতা সেন

 রাজকুমারীগণ॥ শ্রীমমতা সেন, রমা মজুমদার, শ্রীলতিকা রায়, শ্রীচিত্রা ঠাকুর, শ্রীজ্যোৎস্না চট্টোপাধ্যায়

 উৎপলপর্ণা॥ শ্রীইভা বসু

 শ্রীমতী॥ শ্রীগৌরী বসু

 মালতী॥ শ্রীঅমিতা চক্রবর্তী

 রাজকিংকরীগণ॥ অমিতা সেন বা খুকু, ও অন্যান্য

 রক্ষিণীগণ॥ শ্রীসুমিতা চক্রবর্তী ও অন্যান্য

 প্রথম অভিনয়ে উপালি চরিত্র ছিল না, উপালি চরিত্র সংবলিত সূচনা অংশও গ্রন্থের প্রথম মুদ্রণের সময় ছিল না। ১৩৩৩ সালের ১৪ মাঘ কলিকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে দ্বিতীয় অভিনয়ের সময় ঐ অংশ যোজিত হয়, উপালির ভূমিকায় রবীন্দ্রনাথ অভিনয় করিয়াছিলেন। নটীর পূজার সূচনা অংশ দ্বিতীয় সংস্করণে মুদ্রিত হয়।

নিশীথে কী কয়ে গেল স্বরবিতান ১
তুমি কি এসেছ মোর দ্বারে স্বরবিতান ১
বাঁধন-ছেঁড়ার সাধন হবে স্বরবিতান ২
আর রেখো না আঁধারে স্বরবিতান ৫
হিংসায় উন্মত্ত পৃথ্বি স্বরবিতান ১
পথে যেতে ডেকেছিলে মোরে স্বরবিতান ২
হে মহাজীবন, হে মহামরণ স্বরবিতান ৫
হার মানালে, ভাঙিলে অভিমান স্বরবিতান ৩
আমায় ক্ষমো হে ক্ষমো স্বরবিতান ২
সকল কলুষ তামস হর বিশ্বভারতী পত্রিকা
আশ্বিন ১৩৪৯।

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।