সুখী

নিয়ত ঈশ্বর-চিন্তা করে যার মন,
ধর্ম্মের নিয়মে কাজ করে অনুক্ষণ;
যে বচন ভাল বলি মনে নাহি লয়,
সে কথা কহিতে সদা বিমুখ যে হয়;

নাশিতে অন্যের যশ যাহার রসনা,
মিথ্যা অপবাদ কভু করে না ঘোষণা;
কুৎসা বাক্যে অবিশ্বাস যাহার অন্তরে,
সেই জন সুখী হয় এই চরাচরে।
 যদিও পাপিষ্ঠ লোক মহাধনী হয়,
যদি তার ক্ষমতার সীমা নাহি রয়,
মহা আড়ম্বরে যদি থাকে সেই জন,
তবু তারে সদা ঘৃণা করে যার মন;
যদিও ধার্ম্মিক লোক ছিন্ন বস্ত্র পরে,
দীন-ভাবে হীন বেশে নিত্য কাল হরে,
তবু সদা যে তাহার বহুমান করে;
সেই জন সুখী হয় এই চরাচরে।
 প্রতিজ্ঞা করিয়া তাহা করিতে পালন,
কখন বিমুখ নাহি হয় যেই জন;
বিশ্বাস করিয়া কেহ বলিলে বচন,
প্রকাশিতে তাহে যার নাহি হয় মন,
নিজ ক্ষতি স’য়ে, অঙ্গীকার রক্ষা করে;
সেই জন সদা সুখী এই চরাচরে।
 সরল নির্দ্দোষ জনে ঠেকাইতে দায়,
যদি কেহ রাশি রাশি ধন দিতে চায়,

সে ধনের লোভে কভু যাহার হৃদয়,
দোষ-হীনে দুঃখ দিতে, সম্মত না হয়,
বিপদে পড়িলে লোকে করিতে উদ্ধার,
যাহার মানস সদা হয় আগুসার,
অসময়ে সকলের উপকার করে,
সেই জন সদা সুখী এই চরাচরে।